রামাদ্বান প্ল্যানার নির্দেশিকা
রামাদ্বানকে ফলপ্রসূ করার জন্য এই প্ল্যানারটি তৈরি করা হয়েছে। এটি কুরআন-সুন্নাহ দ্বারা নির্ধারিত কোনো ফর্মুলা নয়। যে কেউ রামাদ্বানকে স্বার্থক করতে যে কোনোভাবে প্ল্যান করে আমল করতে পারেন। প্ল্যানারটিতে বেশ কয়েকটি অংশ রয়েছে, যেমন: দিনের আয়াত, দিনের হাদীস, দিনের দু'আ, এবং দৈনিক চেকলিস্ট। প্রতিদিন একটি করে আয়াত, হাদীস ও দু'আ মুখস্থ করার জন্য দেওয়া হয়েছে। মুখস্থ করতে না পারলে, পাঠ করে ইলম হাসিল ও অন্যের সঙ্গে শেয়ার করতে পারেন।
কতিপয় করণীয় ও বর্জনীয়
করণীয়
- আল্লাহ তা'আলার উপর আস্থা রাখুন।
- সালাত সুন্দর করে ধীরস্থিরভাবে আদায় করুন।
- কুরআন পড়ুন ও বুঝে পড়ার চেষ্টা করুন।
- আপনার সম্পদের হিসেব করে যাকাত প্রদান করুন।
- গোপনে দান করুন এবং নিকট আত্মীয়দের জন্য ব্যয় করুন।
- চোখের পর্দা করুন।
- অন্যকে সৎকর্মের দিকে উৎসাহিত করুন।
- অধীনস্থদের প্রতি সদয় থাকুন।
- স্বাস্থ্যসম্মত ইফতার করুন এবং অতিভোজন পরিহার করুন।
- ভোর রাতে আল্লাহর নিকট দু'আ করুন।
বর্জনীয়
- অযথা বা অর্থহীন কাজ পরিহার করুন।
- টিভি সিরিয়াল, মুভি, নাটক, সিনেমা দেখা পরিহার করুন।
- হারাম উপার্জন বন্ধ করুন।
- তর্ক ও ঝগড়া পরিহার করুন।
- মিথ্যা কথা ও কাজ পরিহার করুন।
- কারো ব্যাপারে সন্দেহ বা কুধারণা করবেন না।
- কারো পেছনে সমালোচনা করবেন না।
- মিউজিক শুনবেন না বা গেমস খেলে সময় নষ্ট করবেন না।
- আড্ডা ও দল বেঁধে গল্পগুজব পরিহার করুন।
- সাহরী, ইফতার ও ঈদের কেনাকাটায় অপচয় করবেন না।