রামাদ্বান প্ল্যানার

মাসব্যাপী আত্মশুদ্ধির পরিকল্পনা

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

রামাদ্বান প্ল্যানার নির্দেশিকা

রামাদ্বানকে ফলপ্রসূ করার জন্য এই প্ল্যানারটি তৈরি করা হয়েছে। এটি কুরআন-সুন্নাহ দ্বারা নির্ধারিত কোনো ফর্মুলা নয়। যে কেউ রামাদ্বানকে স্বার্থক করতে যে কোনোভাবে প্ল্যান করে আমল করতে পারেন। প্ল্যানারটিতে বেশ কয়েকটি অংশ রয়েছে, যেমন: দিনের আয়াত, দিনের হাদীস, দিনের দু'আ, এবং দৈনিক চেকলিস্ট। প্রতিদিন একটি করে আয়াত, হাদীস ও দু'আ মুখস্থ করার জন্য দেওয়া হয়েছে। মুখস্থ করতে না পারলে, পাঠ করে ইলম হাসিল ও অন্যের সঙ্গে শেয়ার করতে পারেন।

কতিপয় করণীয় ও বর্জনীয়

করণীয়

  • আল্লাহ তা'আলার উপর আস্থা রাখুন।
  • সালাত সুন্দর করে ধীরস্থিরভাবে আদায় করুন।
  • কুরআন পড়ুন ও বুঝে পড়ার চেষ্টা করুন।
  • আপনার সম্পদের হিসেব করে যাকাত প্রদান করুন।
  • গোপনে দান করুন এবং নিকট আত্মীয়দের জন্য ব্যয় করুন।
  • চোখের পর্দা করুন।
  • অন্যকে সৎকর্মের দিকে উৎসাহিত করুন।
  • অধীনস্থদের প্রতি সদয় থাকুন।
  • স্বাস্থ্যসম্মত ইফতার করুন এবং অতিভোজন পরিহার করুন।
  • ভোর রাতে আল্লাহর নিকট দু'আ করুন।

বর্জনীয়

  • অযথা বা অর্থহীন কাজ পরিহার করুন।
  • টিভি সিরিয়াল, মুভি, নাটক, সিনেমা দেখা পরিহার করুন।
  • হারাম উপার্জন বন্ধ করুন।
  • তর্ক ও ঝগড়া পরিহার করুন।
  • মিথ্যা কথা ও কাজ পরিহার করুন।
  • কারো ব্যাপারে সন্দেহ বা কুধারণা করবেন না।
  • কারো পেছনে সমালোচনা করবেন না।
  • মিউজিক শুনবেন না বা গেমস খেলে সময় নষ্ট করবেন না।
  • আড্ডা ও দল বেঁধে গল্পগুজব পরিহার করুন।
  • সাহরী, ইফতার ও ঈদের কেনাকাটায় অপচয় করবেন না।

দিন নির্বাচন করুন

লাইলাতুল ক্বদর ও ই'তিকাফ

"নিশ্চয়ই আমি এ (কুরআন)-কে অবতীর্ণ করেছি মর্যাদাপূর্ণ রাত্রিতে (লাইলাতুল কদর)। আপনি কি জানেন মর্যাদাপূর্ণ রাত্রি কী? মর্যাদাপূর্ণ রাত্রি হাজার মাস অপেক্ষা উত্তম। ঐ রাত্রিতে ফেরেশতাগণ ও রূহ (জিবরীল) অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে। শান্তিময় সেই রাত্রি ফজর উদয় হওয়া পর্যন্ত।" [সুরা আল কদর, ৯৭:১-৫]

আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, আল্লাহর রাসূল ﷺ বলেন, “যে ঈমান সহকারে প্রতিদানের আশায় লাইলাতুল কদরে ইবাদত করবে তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হবে।” (বুখারী, হাদীস ১৯০১)

লাইলাতুল ক্বদর অর্জনের সবচেয়ে নিরাপদ ও সহজ উপায় হলো, রামাদ্বানের শেষ দশ দিন ই'তিকাফ করা।


আয়েশা (রা.) বর্ণনা করেন, আমি জিজ্ঞেস করলাম: হে আল্লাহর রাসূল, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে কী বলব? তিনি বললেন, বলবে:

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْfُ عَنِّي

"হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন।" [ইবনে মাজাহ ৩৮৫০]

ঈদের প্রস্তুতি

টিপস

  • সুন্নাহসম্মত উপায়ে ঈদ উদযাপন করুন।
  • ঈদের সালাতের পূর্বেই ফিতরা আদায় করুন।
  • হাসিখুশি থাকার চেষ্টা করুন।
  • ঈদের জন্য নতুন জামা-কাপড় কেনা জরুরি নয়।
  • অপচয় করবেন না।
  • গরিব আত্মীয়-স্বজন, প্রতিবেশীদের শিশুদেরকে ঈদের পোশাক ও উপহার দিন।
  • ঈদ উপলক্ষ্যে হারাম গান-বাদ্য, অশ্লীলতা পরিহার করার প্রতিজ্ঞা করুন।
  • শুভেচ্ছা বিনিময় করুন: "তাকব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম।"

ঈদের সুন্নাহসমূহ

  • সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া।
  • মিসওয়াক করা ও গোসল করা।
  • শরিয়তসম্মত সাজসজ্জা করা ও উত্তম পোশাক পরা।
  • সুগন্ধি ব্যবহার করা।
  • ঈদুল ফিতরে ঈদগাহে যাবার আগে মিষ্টি জাতীয় (যেমন খেজুর) খাওয়া।
  • সকাল সকাল ঈদগাহে যাওয়া।
  • ঈদের সালাত ঈদগাহে আদায় করা।
  • এক রাস্তায় ঈদগাহে যাওয়া ও অন্য রাস্তা দিয়ে ফেরা।
  • পায়ে হেঁটে যাওয়া।
  • ঈদগাহে যাবার সময় তাকবীর পড়তে থাকা।

যাকাত ক্যালকুলেটর

আস-সুন্নাহ ফাউন্ডেশনের যাকাত ক্যালকুলেটর ব্যবহার করে আপনার যাকাত গণনা করুন।

আপনাকে আস-সুন্নাহ ফাউন্ডেশনের অফিশিয়াল ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে।